South east bank ad

আমিন জুয়েলার্স এর সকল শো-রুম, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা আছে।

 প্রকাশ: ১২ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জুয়েলারি

বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস মহামারি। বাংলাদেশে এখনও এর প্রকোপ কাটেনি। আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম বলেন,আমাদের কাছে সবসময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ক্রেতারা। আর বর্তমান পরিস্থিতিতে তাঁদের জন্যই আমরা প্রতিটি শো-রুম এ নিশ্চিত করছি সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা। ব্যাবসা থেকে মানুষের জীবনের মুল্য অনেক বেশি। এখন সময় আমাদের সচেতনতার। সামাজিক দুরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।  সামাজিক দায়বদ্ধতা থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমিন জুয়েলার্স এর সকল শো-রুম, সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা আছে।।
BBS cable ad

জুয়েলারি এর আরও খবর: