South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “আমি ভালোবাসতে জানি না”

 প্রকাশ: ১০ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “আমি ভালোবাসতে জানি না”

আমি ভালোবাসতে জানি না

সাবরীনা রহমান বাঁধন

আজ ভালোবাসি বলছো যে খুব
আচ্ছা কেমন লাগে কাউকে ভালোবাসলে?
কী করে বুঝলে যে ভালোবাসো?
সেদিন বললে আমি আমার জগতকে ক্রমাগত তোমার জগতে চাপিয়ে যাচ্ছি
আবার বললে, "তুমি একা হয়ে গেছো।"
ভালোবাসলে আলাদা জগত থাকে নাকি কারো!
যার ভালোবাসার যে কাঙাল
তার ভালোবাসা পেলে, সে একা হয়?
কী জানি
ইদানিং মনে হয়
আমি ভালোবাসতে জানি না।
তোমাকে এতোটা মিশিয়ে ফেলা নিজের সাথে
যেন আমি আলাদা কোনো সত্তা নই
এ ভালোবাসা নয়
নিজেকে বিলীন করে যা হয় তা আর যাই হোক
ভালোবাসা নয়
নিজের সময় অসময় না দেখে
ডুবে থাকা কারো মাঝে
কারো হদিশ খুঁজে কাটানো প্রতিটা প্রহর
কারো জন্য এতটা বেসামাল হওয়া
এ ভালোবাসা নয়
ভালোবাসা হলো মন মাফিক পাত্তা দেওয়া কাউকে
এক ক্ষণ ডুবে পর ক্ষণে গা ঝেড়ে নেওয়া
কথার আদরে ডুবিয়ে কাউকে
কথা হারিয়ে ফেলা
কারো অসময়ে পাশে থাকার ছলে
নিজেকে গুটিয়ে নেওয়া নিজের জগতে
নিজের তৈরি অভ্যেস নিজেই বদলে নেওয়া
সে অভ্যেসে অন্য কেউ অভ্যস্ত হয়ে গেলেই বা কী
ভালোবাসা মানে নিজেকে রহস্যে ঢেকে রেখে
অন্যকে বুঝে নিতে বলা
আর কারো কাছে থেকেও বুঝিয়ে দেওয়া
আদতে সে কতটা একা।

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: