South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “অভিমানের বৃষ্টি”

 প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “অভিমানের বৃষ্টি”

অভিমানের বৃষ্টি

সাবরীনা রহমান বাঁধন

গেলো সন্ধ্যায় হঠাৎই বাতাস কাঁপিয়ে ঝড় এলো
সাথে বৃষ্টির ছটা
শব্দ পেলাম
খুব ইচ্ছে করছিল তোকে বলি
"বাইরে না ঝুম বৃষ্টি হচ্ছে
এক সাথে চল ভিজতে যাবি?"
বলা হলো না
অভিমান বড় অদ্ভুত জিনিস
কত শত সুন্দর মুহূর্তকে ম্লান করে রাখে
মনের কোথাও এক অযাচিত ব্যথা হয়ে বাজতে থাকে
চাইলেই তাকে পাশ কাটিয়ে মন বাড়ানো যায় না
অথবা বলা হলো না আশঙ্কায়
যদি তোর সাড়া না পাই
যদি তুই অবজ্ঞা ছুঁড়ে দিস তোর কথায়
যেন আমি কোথাও নেই আর তোর
আমার আবদারগুলো অর্থহীন তোর কাছে
কষ্ট বাড়তো কেবল
অনেকদিন বৃষ্টি উদযাপন করি না তাই
বৃষ্টি এলেই ঘর কুনো শুয়ে থাকি
ভুলেও চোখ পাতি না জানালায়
বৃষ্টি বন্দনায় গাই না গান
বৃষ্টির সাথে অভিমানের বড্ড মিল
জমে থাকলে মনের আকাশে
দম আটকানো গুমোট আঁধার
ঝরে গেলে ঝলমলে রোদ
তুই আমার অভিমান শুষে নিস না কতদিন
জমিনের মত
ভুলে কেন যাস
আমার সাথে তোর সঙ্গমের ঐ একটাই তো উপায়
অভিমানের বৃষ্টি।

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: