South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “নিজেকে যত্ন দিও”

 প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “নিজেকে যত্ন দিও”

নিজেকে যত্ন দিও

সাবরীনা রহমান বাঁধন

চাই না আমি
ফুলের টোকাও লাগুক তোমায়
তাই নিজেকে আমার হয়ে যত্ন দিও
নিয়ম করে নিয়ম মেনো
দুপুর যেন গড়িয়ে না যায়
আহার আগেই সেরে নিও
তেষ্টা লাগতে দিও না ও ঠোঁটে
আগে ভাগে মিটিয়ে নিও
মশার সাথে এ সখ্যতায়
লাভ টা কী পাও
আলসেমিতে সময় কাটাও
অসুখ করলে আনাগোনা
তা মানবো না
মশারিটা প্লিজ টানিয়ে নিও
জল খাবারে ভাজা পোড়া
বাড়তে পারে পেটের পীড়া
ওসব খাবার ছেড়ে দিও
কষ্ট কেবল আমিই দেব
কষ্ট যত আদর করে শুষেও এই আমিই নেব
মন বাড়িয়ে আমার কাছেই এগিয়ে দিও
অন্য কোথাও কষ্ট নেবে
তা মানি না
আমার কাছেই আবদার সব পুরিয়ে নিও
কেও যেন না দ্যাখে তোমায় অন্য রকম
আমার কাছেই অনন্য হয়ে থেকে যেও
জোর করে না
তাগিদে তাগিদ সমান সমান করে নিও।

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: