অমর একুশে বইমেলা ২০২১ এ সুদীপ কুমার চক্রবর্ত্তীর কাব্যগ্রন্থ "নিঃশব্দ নিনাদ"
ডিসি গুলশান সুদীপ কুমার চক্রবর্ত্তী একজন লেখক ও কবি। তাঁর লেখালেখির হাত সবার প্রশংসা কুড়িয়েছে। এবার অমর একুশে বইমেলা ২০২১ এ প্রকাশিত হলো সুদীপ কুমার চক্রবর্ত্তীর কাব্যগ্রন্থ "নিঃশব্দ নিনাদ"। অন্যপ্রকাশ প্রকাশনী তার এই বইটি প্রকাশ করেছে। এর আগে
একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয় তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন নির্জন’। সেবার কবিতার বইটির মোড়ক উন্মোচন করেছিলেন ডিএমপি কমিশনার। বইটি প্রথম দিনেই প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। এরপরও গোটা মেলার অন্যতম আলোচিত বই ছিল এটি।
সুদীপ চক্রবর্ত্তীর জন্ম ১৯৭৫ সালের ১ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও মানবাধিকার সমুন্নত রাখায় তিনি একজন অগ্রসৈনিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতায় জীবনের স্বরূপ নতুন করে অন্বেষণ করতে শিখেছেন। পারিবারিক আবহের মাঝে ঋদ্ধ সাহিত্যবোধকে লিপিবদ্ধ করার প্রয়স চালিয়ে যাচ্ছেন নিজের লেখালেখিতে। আপাদমস্তক মানবিক সুদীপ চক্রবর্ত্তীর সহধর্মীনী সুনন্দা রায়ও একজন পুলিশ কর্মকর্তা। সুনন্দা রায় পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। তারা দুজনেই চব্বিশতম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। আপাদমস্তক দেশপ্রেমিক এই পুলিশ কর্মকর্তার পেশাজীবন ও ব্যক্তিজীবন অনেক তরুণের জন্যই হতে পারে অনুকরণীয় আদর্শ।