South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “দূরত্ব”

 প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “দূরত্ব”

দূরত্ব

সাবরীনা রহমান বাঁধন

কখনো কখনো দূরত্ব মৃত্যুর চেয়েও বেশি দূরত্বের হয়
মৃত্যুর তো বাধা থাকে
চাইলেই অতিক্রম করে কেউ ফিরতে পারে না
আকাশের দিকে ছুঁড়ে দেওয়া প্রশ্নেরা ইথারে মিলিয়ে যায়
যে প্রশ্ন করে সেও জানে এর উত্তর আসবে না ফিরে
না ফেরাদের দেশে ভালো থেকো বলে মনকে সান্তনার আঙুল বুলিয়ে নেয়া যায়
কিন্তু যে দূরত্ব মৃত্যুর নয়
যে দূরত্ব মন থেকে মনের
যে মন মিলেমিশে একাকার ছিল কোনো কালে
সে যখন আর খুঁজে পায় না মন বাড়ানোর সেই তাগিদ
অথবা বাড়িয়ে দেয়া মন ছুঁতে চাওয়ার তাগিদে মেলে না আশকারার ছিটেফোটাও
সে দূরত্ব মৃত্যুর চেয়েও দূরত্বের
যখন খুব করে কাছে থাকার পর
দূরত্ব রেখা টেনে কেও অচেনা হয়ে যায়
সে দূরত্ব মৃত্যুর চেয়েও দূরত্বের
যে আছে অথচ চাইলেই ছুঁয়ে দেখা যায় না
যে আছে অথচ তার কাছে করা চেনা জানা প্রশ্নগুলোতে সে নির্বাক
যে জানে এ মনের অস্থিরতার কারণ
অথচ তাতে হাত বুলিয়ে শান্ত করে দিচ্ছে না
যে লাপাত্তা প্রতিদিনের নিয়মিত খোঁজে
যে কথার পিঠে কথার বদল কথা জুড়ে দিচ্ছে না
সে তো আদতে মৃত্যুর চেয়েও দূরে
এ দূরত্ব মেটাই কী করে!

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: