South east bank ad

অমর একুশে বইমেলায় এম মামুন হোসেন এর দ্বিতীয় উপন্যাস 'কালো জল'

 প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

অমর একুশে বইমেলায় এম মামুন হোসেন এর দ্বিতীয় উপন্যাস 'কালো জল'

সম্পর্কের গল্প 'কালো জল'। সম্পর্কের ভালোমন্দ আছে। প্রতিটি সম্পর্কের আছে নিজস্ব গল্প। এসব টুকরো টুকরো গল্প নিয়েই জীবন। সরল সম্পর্কের এলোমেলো সমীকরণ কখনো কোথাও জটিল কিংবা যৌগিক। বেলাশেষে সম্পর্কের হিসাব পাকা না হলেই গোল বাঁধে। ‘কালো জল’ সম্পর্কের মিল-অমিলের সমীকরণ। এম মামুন হোসেন এর দ্বিতীয় উপন্যাস 'কালো জল' প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এবারের বই মেলায় বইটি অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন নং-০৫। লেখকের প্রথম উপন্যাস 'তুপা' ব্যাপক পাঠক প্রিয় হয়েছিল।
কালো জল-এ বায়ান্ন বাজার তেপান্ন গলির ঢাকার ছেলে হাসানের সঙ্গে সুলতানার সংসার। বউ বাচ্চার পাওয়া কিংবা না পাওয়ার হিসাব নিকাশ। আবার মা-হারা ডা. মাহী, তার শেকড়ের টানে ছুটে চলা। সেখানে পিতা-পুত্রের সম্পর্কের টানাপোড়েন। মাহীর নতুন চোখে একাত্তরের মুক্তিযুদ্ধ। আর মায়ার সম্পর্কে রত্না-মাহীর বাঁধা পড়া।
অনন্দ্যি প্রকাশ থেকে প্রকাশিত 'কালো জল' এর প্রচ্ছদ একেছেন ধ্রুব এষ।

BBS cable ad

সাহিত্য এর আরও খবর: