South east bank ad

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “যেতে হবে”

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সাহিত্য

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “যেতে হবে”

যেতে হবে

সাবরীনা রহমান বাঁধন

  • ঝড়!
  • মনের মাঝেও।
  • হুম। তোমার, আমার।
  • উড়িয়ে নিয়ে যাক সব। ভেঙে গুড়িয়ে দিয়ে যাক।
  • কষ্ট হবে না?
  • হোক।
  • মন কি এতই ঠুনকো?
  • হুম। কাচের মতো।
  • রক্তাক্ত করবে যে সব।
  • কথার আঘাতের চেয়ে বেশি?
  • কথার আদর বুলাই যদি?
  • বৃষ্টি হবে।
  • ভাসিয়ে নেবে?
  • কী জানি!
  • অভিমানী।
  • আপন ভেবেই হতাম জানি।
  • পর করেছো?
  • সহজ কি তা? পারছি কোথা!
  • ইচ্ছে পারার?
  • করতে হয়। ইচ্ছেকেও জোর করতে হয়।
  • করে দেখো। পারলে ভালো।
  • পারতে হবে।
  • অভিমানী।
  • পারতে হবে।
  • কাছে এসো।
  • ভোলাতে চাও?
  • ডুবতে চাই।
  • তীব্র খরা।
  • ভিজিয়ে দেব।
  • গোলাম তোমার? যা খুশি তাই?
  • ভালোবাসি।
  • ছাড়ো, যাব।
  • ভালোবাসি।
  • যেতে হবে।
  • চুপ করো তো। ঝড় থেমেছে। তুমিও থামো।
  • যেতে হবে।
BBS cable ad

সাহিত্য এর আরও খবর: