সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “ভালো থেকো ”
ভালো থেকো
সাবরীনা রহমান বাঁধন
ভালো থেকো ঘুম
আমার চোখকে বিরান রেখে
তার চোখেতে নিত্য তোমার
ছেয়ে থাকুক ধুম
তুমি ভালো থেকো ঘুম।
ভালো থেকো হাসি
আমার ঠোঁটে কান্না কাঁপে
তার ঠোঁটেতে ঝরো তুমি
বছর বারো মাসই
তুমি ভালো থেকো হাসি।
ভালো থেকো সুখ
আমার মনে দুঃখ বাড়ুক
তার মনেতে বৃষ্টি তোমার
অঝোরে ঝরুক
তুমি ভালো থেকো সুখ।
ভালো থেকো মায়া
আমার মাঝে তার যতটা
পারলে খানেক আমার তরে
ভরো তারও কায়া
তুমি ভালো থেকো মায়া।