অমর একুশে গ্রন্থমেলায় 'সব চরিত্র কাল্পনিক নয়' পাওয়া যাচ্ছে
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
‘মানুষের মনের ভাঁজে ভাঁজে কখনও ডুব সাঁতার দিয়ে দেখেছেন তা কতটা গভীর? যে গভীরতায় মাঝে মাঝে হাবুডুবু খায় মন অথবা হাঁটু জলে পারাপার। প্রতিদিনের আটপৌরে গল্প, খুব সাধারণ, তবুও টান ফেলছে হৃদয় গহিনের কোনো এক সুতোয়। সে সুতোয় মাঝে মাঝে ফসকে যাচ্ছে গেরো অথবা আটকে যাচ্ছে প্রগাঢ় মায়ায়।
মনের ভাঁজ, সুতোর টান, সবটাই বুঝি গল্প? আর এই সমস্তটা ঘিরে যেই চরিত্রগুলো, সবটাই কি কাল্পনিক?’
অমর একুশে গ্রন্থমেলা ২০২২
গল্পগ্রন্থ- সব চরিত্র কাল্পনিক নয়
লেখক- নূরেন নির্ভাণা বৃষ্টি
প্রকাশক- চয়ন প্রকাশন, স্টল নাম্বার ১৫৮
প্রচ্ছদ- খালিদ আন নাওয়ার