একমির ৪১তম বার্ষিক সাধারণ সভা

দি একমি ল্যাবরেটরিজের ৪১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আফজালুর রহমান সিন্হা। সভায় এমডি মিজানুর রহমান সিন্হা, ডিএমডি ড. জাবিলুর রহমা সিন্হা, মনোনীত পরিচালক কাজী সানাউল হক এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ শাহেদ রেজা ও ফৌজিয়া হকসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির ২০১৬-২০১৭ আর্থিক বছরের উল্লেখযোগ্য সব কার্যক্রম, বার্ষিক প্রতিবেদনসহ অন্যান্য প্রতিবেদন এবং নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।