খাতুনগঞ্জে শ্রমিক হত্যায় দুজন গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে শ্রমিক মাসুদ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মো. সোহাগকে (২২) নগরীর বাকলিয়া থানাধীন মোজাহেল কলোনি থেকে এবং সাইদুল হোসেনকে (২২) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাটি শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া আমিন হাজি রোড এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার সোহাগ আমিন হাজি রোডের মোজাহের কলোনির মো. জসিমের ছেলে। আর সাইদুল তক্তারপুল বিসমিল্লাহ কলোনির মো. আলী হোসেনের ছেলে।
এর আগে ১৭ অক্টোবর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় খাতুনগঞ্জের ওসমানিয়া গলির মেসার্স সামিরা ট্রেডিংয়ের সামনে মাসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, শুক্রবার সকালে গ্রেফতারদের মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।