ডিএমপিতে এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে পদায়ন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) পদমর্যাদার তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ পদায়ন করা হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলামের সিটি-স্পেশাল আ্যকশন বিভাগে বদলির আদেশ বাতিল করে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাশারকে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ডিএমপির অপারেশন বিভাগে ও শ্যামপুর থানার পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) লালবাগ থানায় পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) বদলির আদেশপ্রাপ্ত খন্দকার জালাল উদ্দিন মাহমুদকে সবুজবাগ থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।