South east bank ad

ডাকাতের কবলে ডেনমার্ক প্রবাসী, উদ্ধার করল পুলিশ

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ডাকাতের কবলে ডেনমার্ক প্রবাসী, উদ্ধার করল পুলিশ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডেনমার্ক থেকে ঢাকা হয়ে ফেনীর নিজ বাড়িতে ফেরার পথে মহাসড়কে ডাকাতের কবলে পড়া এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ডেনমার্ক প্রবাসী ওই তরুণ ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ওত পেতে ছিল ডাকাতদলের ৬ সক্রিয় সদস্য। তারা পথে রড ফেলে ওই প্রবাসীর গাড়ির গতিরোধ করে। সদর দক্ষিণ থানার টহল পুলিশ ঘটনা আঁচ করতে পেরে ডাকাতদলকে ধাওয়া করে। 

এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এতে সাব্বির ও রহিম নামে দুই ডাকাত সদস্য ও পুলিশের দুই সদস্য আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের বাকি সদস্যরা ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।

ওসি আরও জানান, ডেনমার্ক ফেরত ওই তরুণের মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের আটকে অভিযান চলছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: