নিখোঁজ মুন্না ৬ মাস পর উদ্ধার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজ মুন্না হাওলাদারকে ৬ মাস পরে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুন্নাকে গত ১০ মে চুরির অপবাদে নির্যাতন ও মারধর করে শিকলে বেধে রাখা হয়। এ ঘটনা সামাজিকমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। মুন্নাকে রাতে ঘরে নিয়ে গেলে কোনো এক ফাঁকে তিনি রাতে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় চলে যান।
মুন্নাকে না পেয়ে তার মা বাদী হয়ে মো. হযরত আলী, তানিয়া বেগমসহ ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ। তবে আসামিরা আদালতে জামিন পান। কিন্তু মুন্নাকে খুঁজে পাওয়া যায়নি। পরে গলাচিপা থানা পুলিশ গত ১৯ অক্টোবর মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে পরদিন গলাচিপা থানায় নিয়ে আসে। পরে গতকাল সকালে মুন্নাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে ঢাকার নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছি। তাকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’