শিশু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় শিশু মো. আলী উল্লাহ ওরফে আলো হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউপির মহেশলীয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নজরুল ইসলাম টেকনাফ সদর ইউপির মহেশখালীয়াপাড়ার বাসিন্দা নবী হোসেনের ছেলে। শনিবার দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, গতকাল রাতে টেকনাফ সদরের মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশু আলো হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে কক্সবাজার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা যায়, ২০১১ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় টেকনাফ সদর ইউপির গোদারবিল এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহর সাত বছরের সন্তান মো. আলী উল্লাহর হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা আবদুল্লাহ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার তাকে অবশেষে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।