South east bank ad

আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শাহনেওয়াজ গ্রেফতার

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আখাউড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শাহনেওয়াজ গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহনেওয়াজ খন্দকার (৩৭) নামে তালিকাভুক্ত শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহনেওয়াজ ছোট কুড়িপাইকা গ্রামের মৃত আব্দুল খালেক খন্দকারের ছেলে।

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহনেওয়াজ একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আখাউড়া থানায় ১৬টি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

BBS cable ad

পুলিশ এর আরও খবর: