South east bank ad

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, শহরের দক্ষিণ থানাপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম রফিক (৩৭), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে সম্রাট মিয়া (৩৪), বেপাড়ী পাড়ার মিন্টু মিয়ার ছেলে আবিদ হাসান হৃদয় (৩০), সদর উপজেলার যুগনী গ্রামের খলিলের ছেলে ইউসুফ আলী (২৫), কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে মো. লেলিন মন্ডল (২৬)।

প্রেসবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জানতে পারে শহরের দক্ষিণ কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের বাসার সামনে খালি জায়গায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির জন্য সমাবেত হয়েছে। পরে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে আটক করে পুলিশ।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মো. আব্দুস ছালাম মিয়া জানান, শুক্রবার রাতে শহরের কলেজপাড়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সদর থানার এসআই শুভ্র সাহা বাদী হয়ে আটককৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়।

ওসি আরো জানান, আটককৃত রফিকের নামে ১১টি, সম্রাটের নামে ৮টি, ইউসুফের নামে ১১টি, আবিদ হাসান হৃদয়ের নামে ৭টি ও লেলিনের নামে ২টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: