টেকনাফে সাজাপ্রাপ্ত আসামি হামিদ গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হামিদ টেকনাফ পল্লান পাড়া এলাকার আশরাফ মিয়ার ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। সাজাপ্রাপ্ত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।