শিবচর পৌরসভার সাধারন নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশের টহল টিম ৬ ডাকাতকে আটক করেছে

গতকাল সুদর্শন কান্তি দের নেতৃত্বে শিবচর থানার একটি চৌকস পুলিশের টিম শিবচর পৌরসভার সাধারন নির্বাচন উপলক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত্র অনুমান ০০:৪৫ ঘটিকায় খানকান্দি হাই স্কুলের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবচর থানাধীন কাঠালবাড়ী ইউনিয়নের মেম্বার ফারুক শিকদারের বাড়ীর পশ্চিম পাশে মেহগুনী বাগানের মধ্যে কতিপয় ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিয়া সমবেত হয়েছে। পুলিশ টিম দ্রুত রাত্র অনুমান ০১:৩৫ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌঁছে ডাকাতদের উপস্থিতি লক্ষ্য করে উক্ত বাগানটি ঘেরাও করে ১। আরিফ হাওলাদার(২৫) ২। ওয়াসিম@মহসিন(৩৪) ৩। শাহিন (২৫) ৪। মোঃ সেলিম বেপারী(৫৫) ৫। এমদাদুল বেপারী@এবাদুল বেপারী(৩৭) ৬। জালাল খাঁ (৫২) ডাকতদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত ৫টি রামদা, ০১ লোহার পাইপ, ০১ কালো টর্চ লাইট, ০২ লোহার চাকু, ০১ টি লোহার হেক্সো ব্লেড, ০১টি সিলভার কালারের সেলাই রেঞ্জ, ০১ টি স্ক্র ড্রাইভার, এবং ০৩ টি মোবাই উদ্ধার করা হয়।এই সংক্রান্তে শিবচর থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।