রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপিকে বিদায় সংবর্ধনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ও রেড ক্রিসেন্ট পরিবারের পক্ষ থেকে সোসাইটির বিদায়ী চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি আগামী ৭ এপ্রিল তার মেয়াদ শেষ করতে যাচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গভর্নিং বোর্ড মেম্বার প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত এমপি। বক্তব্য রাখেন সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, ম্যানেজিং বোর্ড সদস্য ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রেহানা আশিকুর রহমান, রাজিয়া সুলতানা লুনা, অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন প্রমুখ।