মিরকাদিম পৌর মেয়রের বাস ভবনে রহস্যজনক বিস্ফোরণ

কায়সার সামির (মুন্সীগঞ্জ):
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাস ভবনে রহস্যজনক বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়েছেন ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জন। এ ঘটনায় পৌর মেয়র অক্ষত রয়েছে বলে জানা যায়। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ৯ টার দিকে মিরকাদিম পৌরসভার রামগোপালপুর এলাকায় মেয়রের বাস ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ৪ জন কাউন্সিলর হলেন, মো. সোহেল, মো. আওলাদ, দীন ইসলাম, রহিম বাদশা। অপর আহতরা হচ্ছেন, মেয়র স্ত্রী কানন বেগম, মো. মোশারফ, মনির হোসেন, শ্যামল দাস, পান্না, কালু, মো. ইদ্রিস আলী, মঈনউদ্দিন ও মো. তাজুল। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়রের বাস ভবনের তৃতীয়তলার একটি কক্ষে মেয়রের সঙ্গে আলাপচারিতা করছিলাম পৌর কাউন্সিলরসহ অন্যান্যরা। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহুর্তে কক্ষের ভেতর আগুনের শিখা দেখা যায়। বিস্ফোরণে কক্ষের আসবাবপত্র, জানালার কাঁচ ফেঁটে চুরমার হয়ে গেছে। এ সময় বিস্ফোরনের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ৪ জন কাউন্সিলরসহ অন্তত ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে স্থানীয়রা ধারণা গ্যাস লাইন থেকে বিস্ফোরণ হতে পারে।
এ ঘটনায় সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানিয়েছেন, কিভাবে এ বিস্ফোরন ঘটেছে এ এখনও বলা যাচ্ছে না। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলতে পারবে কিভাবে সেখানে বিস্ফোরণ ঘটে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।