বাংলাদেশীয় চা সংসদের দ্বিবার্ষিক নির্বাচন অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত

বাংলাদেশের চা বাগান মালিকদের একমাত্র সংগঠন বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম শাহ্ আলম। অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত দ্বিবার্ষিক এ নির্বাচনে সিনিয়র ভাইস চেয়ারম্যান রিয়াজুর রহমান ও আল তামাস হাসান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিটির চেয়ারম্যান কাজী সাইফুদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন যথাক্রমে এম ওয়াহিদুল হক, মির্জা সালমান ইস্পাহানী, মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, আরদাশির কবীর, ইমরান আহমেদ, সালেক আহমেদ আবুল মসরুর, এইচএসএম জিয়াউল আহসান, তাহসীন আহমেদ চৌধুরী, সাইফুর রহমান, খোরশীদুল আলম কাদেরী, মনজুর ইলাহী ও এ কে আজাদ চৌধুরী।