South east bank ad

রাজৈরে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

রাজৈরে ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের অভিযোগ

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

মাদারীপুরের রাজৈর পৌরসভার কুঠিবাড়ি এলাকায় পৌরসভা থেকে নকশা অনুমোদন না নিয়ে সম্পূর্ণ অবৈধ ভাবে ঝুঁকিপূর্ণ চারতলা ভবন নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন প্রতিবেশীরা। অভিযুক্ত ভবন মালিক জাফর মিয়াকে প্রতিবেশীরা মৌখিকভাবে নিরাপত্তার বিষয়টি বুঝিয়ে বলতে গিয়ে উল্টো তার কাছে হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রতিবেশী নজরুল ইসলাম।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, রাজৈর পৌরসভার কুঠিবাড়ি এলাকায় মোঃ জাফর আলী মিয়া নামে এক ব্যক্তি এই আবাসিক ভবনটি নির্মাণ করছেন। পরবর্তীতে নিরুপায় হয়ে এ ব্যাপারে তার প্রতিবেশী মোঃ নজরুল ইসলাম চলতি বছরের ১৪ জানুয়ারি রাজৈর পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি বলেন রাজৈর পৌরসভার নকশা অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে চারতলা ভবন নির্মাণ করছেন। ভবনটির দেয়াল যথোপযুক্ত না হওয়ায় ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে ধসে পড়ে প্রতিবেশী ও পথচারীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে, তাই তিনি এ ব্যাপারে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় ভবন নির্মাণের কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে ঝুঁকিপূর্ণ ভাবে ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটি 'কলাম' এর বাইরে গিয়ে অতিরিক্ত ৪ ইঞ্চি বাড়তি অংশে অর্থাৎ ছাদের কিনারা ঘেঁষে শুধু পলেস্তরার অংশে ঝুঁকিপূর্ণভাবে প্রতি তলায় সত্তর ফুটের মতো লম্বা পাঁচ ইঞ্চি চওড়া দেয়াল নির্মাণ করেছেন,যা মূল ভবনের সম্পূর্ণ সংযোগবিহীন। ফলে দেয়ালগুলো যেকোনো সময় ধসে পড়তে পারে। এ ব্যাপারে পৌরসভা থেকে ভবন নির্মাণ বন্ধ এবং ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অবৈধভাবে নির্মিত ভবন অপসারণ করার কথা বলা হলেও ভবন মালিক মোঃ জাফর আলী মিয়া পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন। অভিযোগকারী জনাব নজরুল ইসলাম এর ছেলে মোঃ কামরুজ্জামান বলেন, ‘পৌরসভার অনুমোদন না নিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ভবন নির্মাণ করার কারণে আমরা পৌরসভায় লিখিত অভিযোগ দেই। অবৈধ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ৭ দিনের মধ্যে পৌরসভারে পক্ষ থেকে ভবন অপসারন করার কথা বলা হলেও ভবন মালিক কাজ চালিয়ে যায়। পরবর্তীতে বর্তমান মেয়র ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হওয়ায় ঝুঁকিপূর্ণ অংশ ভাঙতে বলে। বর্তমানে সে কাজ চালিয়ে যাচ্ছে।’

এ ব্যাপারে ভবন মালিক জাফর মিয়া বলেন, ‘‘অনুমোদন না নিয়ে কাজ করিনি আমি। আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। আমার কাছে সব কাগজপত্র আছে।”

সহকারী প্রকৌশলী জনাব নূরুল ইসলাম খান জানান, ‘ওনারা দেড় বছর আগে আবেদন করেছে। আপনি আমাদের অফিসে আইসেন, দেখাবনে।’
রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ জানান, ‘আমার আগের মেয়র অনুমোদন দিয়েছে। ওখানে কিছুটা সমস্যা আছে। আমি এসে কাগজপত্র দেখেছি। তাদের কিছু কাগজপত্রের ঘাটতি ছিল। আমি গিয়ে সেগুলো জমা দিতে বলেছি। তারা সেগুলো জমা দিয়েছে।’

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: