পাবনায় কোভিডে রের্কড আক্রান্ত, মৃত্যু ২
রনি ইমরান (পাবনা):
পাবনায় হঠাৎ করেই করোনা সংক্রমন আশংকা জনক হারে বেড়ে চলেছে, গতকাল শুক্রবার জেলা স্বাস্ব্যবিভাগের থেকে জানা গেছে গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিড১৯ শে আক্রান্ত হয়েছেন ৪৭ জন এবং বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ৭২ জন। নতুন করে ২ জন কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে।করোনার দ্বিতীয় ঢেউ আসার পর বিগত কয়েক মাসের হিসেবে ২৪ ঘন্টা আর বিগত ৭২ ঘন্টায় কোভিড১৯ আক্রান্ত ও মৃত্যুতে এটিই সর্বোচ্চ। জেলা স্বাস্ব্যবিভাগ বলছে পাবনা করোনা পরিস্থিতি উদ্বেগ জনক। পাবনায় শুক্রবার বেলা ১০ টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু বরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস ( ৬৯)। তার বাড়ি পাবনা মধ্য শহরে। তিনি পাবনার প্রখ্যাত চিকিৎসক ডাঃ মোঃ ইসহাক সাহেবের কনিষ্ঠ পুত্র এবং জেলা মুজিববাহিনী প্রধান ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবালের ছোট ভাই। তার মৃত্যুতে পাবনা শহরে শোকের ছায়া নেমে এসেছেন।
পাবনায় হঠাৎ করোনা সংক্রমন বেড়ে যাওয়ার পেছনে মানুষের অসচেতনতাকে দায়ী করছেন বিশিষ্টজনেরা। স্বাস্ব্যবিধি ও সামাজিক দূরুত্ব না মানার অসচেতনতায় সংক্রমন ছড়িয়ে পড়েছে বলে মনে করেন জেলা স্বাস্ব্যবিভাগ। লকডাউনের আগে ঢাকা থেকে মানুষ আসার পাশাপাশি, শহরের ছোট বড় সব রাস্তায়, বাজার, মার্কেটে মানুষের উপচে পড়া ভীর সর্বত্র সংক্রমন ছড়িয়ে গেছে।
জেলা সিভিল সার্জন ডাঃমো আব্দুল মোমিন বলেন, এই মহামারীর সময় আমাদের সচেতনতার বিকল্প নেই। কিন্তু বেশীর ভাগ মানুষ চরম অসচেতন তারা এতো ভীর করে বাজার করেছে, গাদাগাদি করছে,এর মধ্যে অনেকেই বাসায় গিয়ে সংক্রমন ছড়াচ্ছে, বাসায় শিশুরা থাকে, বয়স্করা থাকে তাহলে স্বাস্ব্যবিধি না মেনে বাহিরে অযথা ভীর করে কেনাকাটা করে পরিবারের জন্য কেনো তারা বিপদ ডেকে আনছে। পাবনায় সকলকে স্বাস্ব্যবিধি মানার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা সিভিল সার্জন।