শিরোনাম

South east bank ad

তরমুজ ও সেমাই বাজারে ভোক্তার অভিযান জরিমানা

 প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

তরমুজ ও সেমাই বাজারে ভোক্তার অভিযান জরিমানা

রনি ইমরান (পাবনা):

পবিত্র রমজান মাসে বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে পাবনা সেমাই কারখানা ও তরমুজের আড়তে অভিযান পরিচালনা করেছে জেলা পাবনা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এঁর নেতৃত্বে আজ শুক্রবার পাবনা সদর উপজেলার মালিগাছা বাজার ও টেবুনিয়া বাজার এলাকা অভিযান পরিচালনা করা হয় ।

এই সময় মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাসাধারণ কে প্রতারিত করার অপরাধে সেমাই কারখানাকে ১৫ হাজার- টাকা অর্থদ- এবং তরমুজের আড়তে মূল্য তালিকা না থাকায় অর্থদ- প্রদান করা হয় এবং যথাযথ আইন মেনে তরমুজ বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয় ।

অভিযানের সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা পুলিশ লাইনের একটি চৌকস টিম।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: