"স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল শনিবার (৫ মার্চ) চেয়ারম্যান, জেলা পরিষদ, নরসিংদী আলহাজ্ব আবদুল মতিন ভূঞা'র সভাপতিত্বে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বাংলার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন উল্লেখ করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের মৌলিক অধিকার নিশ্চিতকরণের পাশাপাশি সামাজিক-অর্থনৈতিক বিভিন্ন সূচকে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে তরুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।