রাজবাড়ীতে তুচ্ছ ঘটনার জেরে যুবকের হাত কেটে বিছিন্ন

খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী):
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তুচ্ছ ঘটনার জেরে মোঃ রিয়াজ শেখ (২৫) নামে এক যুবকের হাত কেটে বিছিন্ন করেছে দূবৃত্তরা।
আজ রোববার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেলস্টেশন এলাকায় স্থানীয় রাজধানী আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়া গ্রামের বাবু শেখের ছেলে। রিয়াজের অভিযোগ , তুচ্ছ ঘটনার জেরে রিয়াজের হাত ধারালো অস্ত্রের আঘাতে কেটে বিছিন্ন করেছে স্থানীয় শামসু মাষ্টার পাড়া এলাকার হাসেমের ছেলে হুমাই হোসেন।
দৌলতদিয়া ৫ নং ওয়ার্ডের ইউ.পি সদস্য ফকীর আঃ জলিল জানান, সন্ধ্যার পরপরই রেলস্টেশন এলাকায় চিৎকারের শব্দ শুনতে পাই। পরে দেখা যায় রিয়াজ নামে এক যুবকের হাত ছুরির আঘাতে বিছিন্ন হয়েছে। আহত অবস্থায় রিয়াজ কে উদ্বার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, যদিও ঘটনাটি রেলওয়ে থানার আওয়তায়। তবুও ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।