ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে এলইডি বিলবোর্ড উদ্বোধন

মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):
ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল জেলা পরিষদের বাস্তবায়নে এলইডি বিলবোর্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৭ই মার্চ) সকালে এই বিলবোর্ড এর শুভ উদ্বোধন করা হয়।
টাঙ্গাইল জেলা পরিষদের অর্থায়নে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন রাস্তার পাশে এই বিলবোর্ড স্থাপন করা হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।