উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ মানপত্র প্রদান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কনস্টেবল মোঃ মহিদুর রহমান খান সততা ও ন্যায়-নিষ্ঠার সহিত দীর্ঘ ৩৭ বছর বাংলাদেশ পুলিশে চাকুরী শেষে গত ১ ফেব্রুয়ারী চাকুরী হতে এলপিআরে গমন করেন। তার শেষ কর্মস্থল ছিল সদর কোর্ট, মানিকগঞ্জ।
গতকাল বুধবার (৯মার্চ) উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ ডিআইজ ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বারের পক্ষে মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, পুলিশ সুপার, মানিকগঞ্জ তাকে মানপত্র প্রদান করেন।