উগ্রবাদ প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর করণীয়” শীর্ষক দিন ব্যাপি সেমিনার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প এর সহযোগিতায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে টাঙ্গাইল জেলায় কর্মরত দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর করনীয়” শীর্ষক দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ আতাউল গনি জেলা প্রশাসক, টাঙ্গাইল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইল, মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, টাঙ্গাইল, রানুয়ারা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন সরকার মোহাম্মদ কায়সার পুলিশ সুপার, টাঙ্গাইল।
এ সময় জয়ব্রত পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টাঙ্গাইল সহ জেলায় কর্মরত দফদার ও চৌকিদারবৃন্দ সদস্যগণ উপস্থিত ছিলেন।