রাজশাহীতে পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহী জেলা পুলিশের আয়োজনে ৯ মার্চ বুধবার বিকেলে পুঠিয়া থানাধীন সাধনপুরের পঙ্গু শিশু নিকেতন মাঠে বর্ণিল আয়োজনে মোবিলাইজেশন কন্টিনজেন্ট ক্যাম্প প্রশিক্ষণ এর সমাপনী কুচকাওয়াজ - ২০২২ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ প্যারেডের সালামী অভিবাদন গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, বাংলাদেশ পুলিশ।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার, রাজশাহী ডিআইজিকে ফুলেল শুভেচছা জানান।
এসময় পুঠিয়া ও বাগমারার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলা পুলিশের সিনিয়র অফিসারগণসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।