South east bank ad

কেসিসির সাবেক প্রকৌশলীর নামে দুদকের মামলা

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

কেসিসির সাবেক প্রকৌশলীর নামে দুদকের মামলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

জ্ঞাত আয় বহির্ভূত প্রায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক সহকারী প্রকৌশলী-২ শেখ মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৯ জুন) খুলনা মহানগর বিশেষ দায়রা জজ আদালতে মামলাটি নথিভুক্ত হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি চাকরি থেকে অবসরে যান।

দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, ২৬ জুন দুদকের খুলনার উপ-পরিচালক (মানি লন্ডালিং) মো. আব্দুল মাজেদ বাদী হয়ে এক কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ৪১৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে অভিযোগ করেন। শুনানিতে হাজির হওয়ার জন্য তাকে নোটিশ দেওয়া হবে। নির্দিষ্ট তারিখে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

BBS cable ad

দুদক এর আরও খবর: