সম্পদের হিসাব না দেওয়ায় স্ত্রীসহ সেটেলমেন্ট কর্মকর্তার নামে মামলা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় টাঙ্গাইল উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক সহকারী সেটেলমেন্ট অফিসার মো. মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মোছা. মাহমুদা খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আবদুল লতিফ হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুন বিপুল পরিমাণ আয় বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। যে কারণে স্থাবর ও অস্থাবর হিসাব দাখিলের জন্য তাদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল সম্পদ বিবরণী নোটিশ জারি করে দুদক। কিন্তু অদ্যবদি সম্পদের কোনো হিসাব দুদকে দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ধারায় পৃথক দুই মামলা দায়ের করা হয়েছে।