সাবেক ধর্মমন্ত্রীর পিএসসহ ৩ জনের সম্পদের হিসাব চেয়েছে দুদক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের একান্ত সচিব (বর্তমানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) ড. আবুল কালাম আজাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে সাবেক ধর্মমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. শফিকুল ইসলাম ও ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু সাঈদকে সম্পদ বিবরণী দাখিলের জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে এসব নোটিশ পাঠানো হয়।
সংস্থাটির পরিচালক মো. আকতার হোসেন আজাদ সই করা নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তারা জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদ বা সম্পত্তির মালিক হয়েছেন। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাদের নিজের, তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দুদকে দাখিল করতে বলা হয়।