অবৈধ সম্পদ অর্জন: স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় চট্টগ্রাম রিজিয়নসের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান ও তার স্ত্রী ফেরদৌসী আকতারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. আতিকুল আলম বাদী হয়ে সজেকা, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, ওই দম্পতি অসৎ উদ্দেশ্যে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ লাখ ৭১ হাজার ৭৩৪ টাকার সম্পদ অর্জনের বিষয়টি গোপন করে মিথ্যা তথ্য দেন। তাছাড়া, তারা ১ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৪১৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও গোপন রাখেন।
তারা জ্ঞাতসারে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর সঙ্গে সম্পৃক্ত অপরাধ করেছেন। দুদক প্রমাণ পেয়েছে যে, তারা দুর্নীতি ও ঘুষের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অবৈধভাবে অর্জন করা সম্পদ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর ঘটিয়ে ভোগ-দখলে রেখেছেন।