দুদকে নিয়োগ পেলেন ২৬ সহকারী পরিদর্শক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সহকারী পরিদর্শক পদে ২৬ জনকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুদক পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, দুদকের রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে ১১ গ্রেডে ‘সহকারী পরিদর্শক’ পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের আগামী ১৬ আগস্ট দুদক সচিব বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিধি অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা নিয়োগের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন-মো. সাজেদুর রহমান, খুরশিদা জাহান লিমা, মো. আশেক রহমান অনীক, মো মাসুদ রানা, মো. ফারুক হোসেন, মো. সাইরিদ সেলিম ইকবাল, তুষার আব্দুল্লাহ, মো. ওসমান গনী, মেরিনা জাহান,মো. সাখওয়াত কবির, মো. শরিফুল ইসলাম রায়হান, অভিজিৎ দে, নাছরিন খাতুন ইতি, মো. মারফিদুল হক, মো. শফিকুল ইসলাম, মো. মিজানুর রহমান, নাফিফা নাহরিন, মুহাম্মদ আবু ছাদেক, মো. শামীম, মো. মাজেদুল ইসলাম, মো. কাওসার আহমেদ, শেখ মো. সিরাজুল ইসলাম, ইশতিয়াক আহমেদ, মো. রিশাদ শামীম, জাবেদ হোসেন ও ফরিদ আহমেদ।