শিরোনাম

South east bank ad

দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছে অনলাইনে ভূমি উন্নয়ন কর: সচিব

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছে অনলাইনে ভূমি উন্নয়ন কর: সচিব

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর (এলডি ট্যাক্স/ জমির খাজনা) ব্যবস্থা ভূমি সেক্টরে দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সচিব বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার পর দাখিলা (রশিদ) সংগ্রহ করতে গিয়ে মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে না। অনলাইনে এলডি ট্যাক্স দেওয়ার সাথে সাথে অনলাইনেই দাখিলা পাওয়া যাচ্ছে।

সভায় ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসহ দেশের সব বিভাগীয় কমিশনার ও ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

দুদক এর আরও খবর: