শিরোনাম

South east bank ad

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসিম আনোয়ারের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসিম আনোয়ারের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আসামী নাসিম আনোয়ার পরিচালক (সাবেক), ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিঃ, কর্তৃক বিগত ১২/০৮/২০২১ খ্রিঃ তারিখে দাখিলকৃত সম্পদ বিবরণীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমাণ (৩০/০৬/২০২১ খ্রিঃ তারিখে) (স্থায়ী+অস্থায়ী) ৫,২১,৬৬,৭৫৩/-(পাঁচ কোটি একুশ লক্ষ ছেষট্টি হাজার সাত শত তিপ্পান্ন) টাকা।

দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই/অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার প্রদর্শিত সম্পদের মধ্যে মোট ১,১২,৯৭,২৮৫/- (এক কোটি বারো লক্ষ সাতানব্বই হাজার দুই শত পঁচাশি) টাকার সম্পদ গোপনকৃত/জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মর্মে প্রতীয়মান হয়।

তিনি সম্পদ গোপন করে এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত উক্ত সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তাপস কান্তি বালা বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকায় একটি মামলা দায়ের করেন ।

BBS cable ad

দুদক এর আরও খবর: