শিরোনাম

South east bank ad

স্ত্রীসহ টঙ্গী থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা করবে দুদক

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

স্ত্রীসহ টঙ্গী থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলা করবে দুদক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী রুহুল ইমাম ও তার স্ত্রী আসমা উল হুসনা উল্কার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৬৮ লাখ ৭২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। শিগগির দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে সংস্থাটির গাজিপুর কার্যালয়ে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

জানা যায়, ৪০ লাখ ৫১ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রয়েছে গাজী রুহুল ইমামের বিরুদ্ধে। দুদক আইন ২০০৪ এর ২৭ (১), মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে একটি মামলার অনুমোদন দেওয়া হয়।

আরেক মামলায় গাজী রুহুল ইমাম ছাড়াও তার স্ত্রী আসমা উল হুসনা উল্কাকে আসামি করা হয়েছে। উল্কার বিরুদ্ধে ২৮ লাখ ২১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই দম্পতির বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ (১), মানিলন্ডারিং আইন ২০১২ এর ৪(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলার অনুমোদন দেওয়া হয়েছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: