শিরোনাম

South east bank ad

অবৈধ সম্পদ : গণপূর্তের বিভাগীয় হিসাবরক্ষকের ৩ বছরের সাজা

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

অবৈধ সম্পদ : গণপূর্তের বিভাগীয় হিসাবরক্ষকের ৩ বছরের সাজা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অবৈধ সম্পদ অর্জনের মামলার গণপূর্ত বিভাগ-৩ এর বিভাগীয় হিসাবরক্ষক এস এম মাহমুদুর রহমানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩৭ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকা জরিমানা করেছে আদালত।

ঢাকা বিশেষ জজ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় সম্প্রতি এ সংক্রান্ত রায় দেওয়া হয়েছে বলে বুধবার (৩১ আগস্ট) দুদকের উর্ধ্বতন একটি সূত্র জানিয়েছেন।

২০১৯ সালের ২৩ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্র জানায়, এস এম মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭০ লাখ ৫৮ হাজার ৭৮০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়। যদিও আদালতে তার বিরুদ্ধে ৩৭ লাখ ৮৮ হাজার ৬৬৫ টাকার অবৈধ সম্পদের প্রমাণিত হয়েছে।

অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি গণপূর্ত বিভাগ-৩ এর বিভাগীয় হিসাবরক্ষক এস এম মাহমুদুর রহমানকে ২০১৯ সালের ৫ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল দুদক। পরে তিনি জামিনে বের হন। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

BBS cable ad

দুদক এর আরও খবর: