তিন পদে পদোন্নতি পেলেন ১৭ দুদক কর্মকর্তা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি), পরিচালক ও উপপরিচালক পদে ১৭ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। আজ বৃহস্পতিবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।
তাদের মধ্যে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি পেয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন— মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।
এ ছাড়া পরিচালক পদে ছয় ও উপপরিচালক পদে আটজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন— এসএম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋতিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা।
উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন— মো. শহীদুল আলম সরকার, মো. একেএম বজলুর রশীদ, সৈয়দ আতাউল ক্বীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও একেএম ফজলে হোসেন।