শিরোনাম

South east bank ad

প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

প্রাইম ব্যাংক-এর পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস


দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর কাছ থেকে পে-রোল সেবা নেবে এসকিউ লাইটস লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তির আওতায় এসকিউ লাইটস লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ব্যাংকিং সুবিধা উপভোগ করবেনযার মধ্যে রয়েছে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবাক্রেডিট কার্ড  ঋণ সুবিধা। এছাড়াও তারা প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’-এর সেবা উপভোগ করতে পারবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদানসহ কর্পোরেট পেমেন্ট কার্যক্রম আরও সহজ এবং নিরবচ্ছিন্নভাবে করতে পারবে এসকিউ লাইটস।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম চৌধুরী এবং এসকিউ লাইটস লিমিটেডের চেয়ারম্যান .জেড.এমমনজুরুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মামুর আহমেদসিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কমোএনামুল কবিরএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট  রিজিওনাল হেডমোরাশাদুজ্জামানএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টকমার্শিয়াল ব্যাংকিং ডিভিশন এবং হাসিনা ফেরদৌসভাইস প্রেসিডেন্ট  হেড অব পে-রোল ব্যাংকিং। এছাড়া এসকিউ লাইটস লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: