বান্দরবানে ১২ আগ্নেয়াস্ত্র উদ্ধার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১২টি আগ্নেয়াস্ত্র, মদ ও বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার পুট্টারঝিরি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, বিজিবির টহল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুট্টারঝিরি এলাকায় অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশে একটি ছড়ার পাশে বস্তাভর্তি অস্ত্রসহ এসব পণ্য জব্দ করেন। এর মধ্যে ১২টি অস্ত্র ১২ বোতল বার্মিজ মদ ও ১০ প্যাকেট বার্মিজ সিগারেট উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি-১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।