খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মেয়র আতিকুল
গতকালও ২৮শ’ মানুষের মাঝে মেয়র আতিকের ইফতার বিতরণ করা হয়েছে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে। গতকাল রবিবার (৯ মে) বিকেলে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর কমিউনিটি সেন্টার এলাকায় পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৪, ৭, ৯, ১৯, ১৪, ৩০ ও ৪৮ নম্বর ওয়ার্ডের প্রতিটির জন্য ৪শ’ প্যাকেট করে ২৮শ’ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ডিএনসিসিসি সুত্র জানিয়েছে, ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে।