৩৩৩-এ কল : ডিএনসিসির সহায়তা পেয়েছে ৮ শতাধিক মানুষ
বুধবার (১২ মে) দুপুরে বিদ্যমান করোনা পরিস্থিতিতে ৩৩৩ নম্বরে কল করা অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তার বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে কল করা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য ১০ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়। জাতীয় তথ্য বাতায়ন কেন্দ্র ৩৩৩-এ কল করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার আওতাধীন আট শতাধিক অসহায় ও দুস্থ মানুষ খাদ্য সহায়তা পেয়ছেন। এমনটাই জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে কলের মাধ্যমে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করে ১১ মে পর্যন্ত ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে ৯৮ জন, ২ নম্বর অঞ্চলে ১৩২ জন, ৩ নম্বর অঞ্চলে ১৩০ জন, ৪ নম্বর অঞ্চলে ১৩০ জন, ৫ নম্বর অঞ্চলে ১২৮ জন, ৬ নম্বর অঞ্চলে ২৫ জন, ৭ নম্বর অঞ্চলে ৩০ জন, ৮ নম্বর অঞ্চলে ১১৫ জন এবং ৯ নম্বর অঞ্চলে ৩১ জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ ও তেল সমন্বিত খাদ্যসামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করা হয়েছে। এভাবে মোট সহায়তা পেয়েছেন ৮১৯ জন।
মেয়র আরও বলেন, অসহায় ও দুস্থ মানুষের জন্য ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে খাদ্যশস্যও বিতরণ সম্পন্ন হয়েছে।