ট্রেড লাইসেন্স থেকে একদিনেই এক কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চসিক
ট্রেড লাইসেন্স থেকে একদিনেই এক কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে রাজস্ব সার্কেল ৩ থেকেই আদায় হয়েছে ৩৫ লাখ টাকার বেশি। ২৪ সেপ্টেম্বর থেকে ট্রেড লাইসেন্স নবায়নে সারচার্জ মওকুফের ঘোষণা দেয় চসিক। গত রবিবার ছিল শেষ দিন। এইদিন ব্যবসায়ীরা লাইন ধরে তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজস্ব বিভাগের ৩ নম্বর সার্কেল গত রবিবার একদিনে ৩০০টি ট্রেড লাইসেন্স দিয়েছে। এর মধ্যে নতুন লাইসেন্স ১৭টি এবং নবায়ন হয়েছে ২৮৩টি। যেখান থেকে এই সার্কেল রাজস্ব পেয়েছে ৩৫ লাখ ৪১ হাজার টাকা। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে ৫ নম্বর সার্কেল। এই সার্কেল প্রায় ৩৪ লাখ টাকা আদায় করে। জানতে চাইলে রাজস্ব সার্কেল ৩ এর কর কর্মকর্তা (লাইসেন্স) মোহাম্মদ জানে আলম বলেন, বর্তমান প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের ইমেজ এবং প্রধান রাজস্ব কর্মকর্তার নির্দেশনা কাজে লাগিয়ে চসিকের ইতিহাসে একদিনে রেকর্ড পরিমাণ রাজস্ব ট্রেড লাইসেন্স খাত থেকে আদায় করতে সক্ষম হয়েছেন উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবেন।