হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়াল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের(ডিএসসিসি) হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডিএসসিসি সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স নবায়ন ফি আদায়ের বৃহত্তর স্বার্থে এবং হোল্ডিং ট্যাক্স দাতা ও ট্রেড লাইসেন্সধারীদের সুবিধার্থে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তি হোল্ডিং ট্যাক্স আদায়ের ক্ষেত্রে রিবেট সুবিধার মেয়াদ এবং সার্চচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।