আইএফআইসি ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতি

পেশাগত কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে অক্টোবরে আইএফআইসি ব্যাংক পিএলসির ১৩৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর মাধ্যমে চলতি বছর ব্যাংকের বিভিন্ন পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেড়ে ৯১৩-তে উন্নীত হলো। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের উপস্থিতিতে ৪০ জন কর্মকর্তার হাতে পদোন্নতির পত্র হস্তান্তর করা হয়। এছাড়া ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখায় কর্মরত আরো ৯৬ জনের কাছে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে পদোন্নতি পত্র পাঠানো হয়।