South east bank ad

আমেরিকার বঙ্গ সম্মেলনের শুভেচ্ছাদূত ঢালিউডের সুপারস্টার শাকিব

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বহির্বিশ্বে বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় উৎসব বঙ্গ সম্মেলনে বাংলাদেশের শুভেচ্ছাদূত হয়েছেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান। চলতি বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে নগরী লাস ভেগাসে বসছে এ আসর।

গতকাল (২৬ জানুয়ারি) বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে এক রেস্তোরাঁয় শাকিব খানের সঙ্গে সম্মতি স্বাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২’র আহ্বায়ক মিলন আওন। ফলে বঙ্গ সম্মেলনের ইতিহাসে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন শাকিব খান। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের পুরোনো এই বাংলা ভাষাভাষী সম্মেলন।

শাকিব খান বলেন, ‘এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্রান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।’

প্রতিবছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এ বছর লাস ভেগাসের এই আয়োজনে কয়েকটি পর্বে বাংলাদেশকে উপস্থাপন করা হবে।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: